কলকাতা: ভারতের নাগালে আসতে পারবে এমন দল বোধহয় নেই। কী দুর্ধর্ষ বোলিং, ব্যাটিং!
আজ প্রোটিয়াকে যেভাবে পরাজিত করল ভারত, একে একে দেশবাসী নিশ্চিত হয়ে যাচ্ছে ভারতের ব্যাপারে।
বিধ্বংসী দক্ষিণ আফ্রিকাকে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। টানা আট ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত টিম ইন্ডিয়ার।
ব্যাটে-বলে একদম অপ্রতিরোধ্য ভারত। তার মধ্যে আজ বিরাট কোহলির জন্মদিন। তিনিও রেকর্ড গড়লেন। কিং কোহলির ব্যাটে সেঞ্চুরি।
শুধু কী এখানেই শেষ? জাডেজার পাঁচ উইকেট দখল। ৩২৭ রানের টার্গেট তাড়া করতে মাঠে নেম ৮৩ রানে অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভাবা যায়?
২৪৩ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল ভারত।