নয়াদিল্লি: ভারত চাপে আছে। আমদাবাদে বিশ্বকাপ ফাইনালে চাঁদের হাট বসেছে। শাহরুখ খান, দীপিকা পাডুকন, রণবীর সিং থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—! কিন্তু এতসবের মাঝেও?
এত নিরাপত্তা! ক্রিজে তখন ব্যাট করছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। আর কড়া নিরাপত্তার চাদর ভেদ করে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক। মুখে প্যালেস্তাইনের পতাকা আঁকা মাস্ক, পরনে সাদা জামা তাতে লেখা, ‘ফ্রি প্যালেস্তাইন…’!
কীভাবে ঢুকলেন তিনি?
দৌড়ে চলে আসেন তিনি বিরাটের কাছে। বিরাটকে জড়িয়ে ধরার চেষ্টা করেন তিনি। জামার সামনে লেখা ছিল, ‘স্টপ বম্বিং প্যালেস্তাইন! জামার পিছনে লেখা ‘ফ্রি প্যালেস্তাইন’।
এই অবস্থায় বিরাট অপ্রস্তুত হয়ে পড়েন। তাকে দ্রুত সরাতে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। টেনে হিঁচড়ে তাঁকে মাঠের বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় খেলা ৪৫ সেকেন্ড মতো বন্ধ রাখতে হয়।