নয়াদিল্লি: এবার বয়স একটা বিশাল বিষয় হয়ে দাঁড়াল বিরাট কোহলি সহ আরো কয়েকজনের কাছে। কারণ ভারতের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন তাঁরা।
ভারতের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেলেন রোহিত শর্মা। অন্তত ক্রিকেট বিশেষজ্ঞদের মত তেমনটাই। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকাপে তিনি আর খেলার সুযোগ পাবেন না।
শুধু রোহিত নন, ভারতীয় টিমে এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন, যাঁরা দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন ইতিমধ্যে।
অর্থাৎ ৫ ক্রিকেটারের দেশের মাটিতে এটাই ছিল শেষ বিশ্বকাপ। আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব।
বয়স মূল বিষয় এখানে।
টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার এখন বয়স ৩৬ বছর। ৮ বছর পর ২০৩১-এ ভারত-বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। সেই সময় রোহিতের বয়স হবে ৪৪ বছর। ৫০ ওভারের ওয়ান ডে খেলা তাঁর পক্ষে অসম্ভব।
আর বিরাট কোহলি ৩৫ পূর্ণ করেন।