নয়াদিল্লি: দুরন্ত জয় ভারতের। জয় দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে।
ভারতে জয়ের উল্লাস। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারাল।
আগে ব্যাট করে অস্ট্রেলিয়া। তারা টসে জিতে প্রথমে ব্যাট করে ১৯৯ রান করে। এর জবাবে, ভারত চার উইকেট হারিয়ে ২০১ রান করে ও তাদের বিশ্বকাপ অভিযানে জয়ী সূচনা করে।
এবং উল্লেখ করতেই হবে, এ দিনের ভারতের জয়ের নায়ক কেএল রাহুল (৯৭) এবং বিরাট কোহলি (৮৫)।