কলকাতা: প্রস্তুত গোটা দেশ। জায়গায় জায়গায় বড় বড় স্ক্রিন, টিভি লাগানো হচ্ছে বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য।
রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়তে তৈরি ভারত। আজ, রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ICC বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিতের টিম ইন্ডিয়া।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শেষবার ২০০৩ সালে বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল।রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া ২০০৩ সালের ফাইনালে ভারতকে হারিয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়েছিল। অস্ট্রেলিয়া সেবারেও বিশ্বসেরার ট্রফি তুলেছিল।
ফলে এবারের লড়াইটা বেশ মারমুখী হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল দুপুর ২ টো থেকে (IST) শুরু হবে। টস হবে আজ দুপুর ১.৩০-এ।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল Star Sports নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচ মোবাইলে Disney+Hotstar-এ বিনামূল্যে লাইভ স্ট্রিম করা হবে। আপনারা সেখানে অনায়াসে দেখতে পারবেন।