দুর্ভাগ্যজনক! ভীষণ দুর্ভাগ্যজনক। আউট হয়ে গেলেন বিরাট কোহলি।
প্যাট কামিন্সের হালকা শর্ট পিচ ডেলিভারি। গতি কিন্তু তেমন ছিল না। ট্যাপ করেছিলেন বিরাট কোহলি। ব্যাটে লেগে বল ক্রিজে ধাক্কা খেয়ে একদম উইকেটে। মাথাটা নিচু হয়ে গেল বিরাটের। স্তব্ধ চারদিক। দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলেন ক্রিজে। দুর্ভাগ্যজনক আউট।