কলকাতা: এই হার মানার নয়। এই বেদনা লুকানোর নয়।
চোখে মুখে শুধুই কষ্টের হাহাকার….
কবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ…??
সমর্থকরা একদম ক্লান্ত হয়ে পড়েছেন। এভাবে প্রতিবার বিশ্বাস নিয়ে খেলা দেখতে যান, আর শুধু পরাজয়।সামান্য পাকিস্তানকেও এই দল হারাতে পারল না। কী যে লজ্জার এক বিষয়।
ইডেনে পাকিস্তানের বিরুদ্ধেও হার বাংলাদেশের। মঙ্গলবার বাবর আজমদের কাছে সাত উইকেটে হেরে গেলেন শাকিব আল হাসানরা। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৪ রানে। ২০৫ রানের টার্গেট ছিল।
এদের দাঁড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করছেন টাইগার সমর্থকরা।৪৬ তম ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।