কলকাতা: ফাইনাল হবে ভারত আর অস্ট্রেলিয়ার মাঝে! টানটান উত্তেজনাময় ম্যাচে জয়ী হলো অস্ট্রেলিয়া।
চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে জায়গা করে নিল। ক্যাঙারু ব্রিগেড দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে পরাস্ত করে অস্ট্রেলিয়া।
পাশাপাশি বিশ্বকাপ সেমিফাইনালের মতো বড় ম্যাচে আরও একবার দক্ষিণ আফ্রিকার গায়ে লাগল চোকার্স তকমা।
২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আগামী ১৯ নভেম্বর অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে।
এখানে উল্লেখ করা জরুরি যে, পুরুষদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মোট ১২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আটটা ম্যাচে জয়লাভ করেছে।
বিশ্বকাপে চারবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৯৮৩, ১৯৮৭, ২০১১ আর ২০১৯। যদিও রোহিত শর্মা দল এই টুর্নামেন্টে ইতিপূর্বে একবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
তবে লড়াইটা যে বেশ হাড্ডাহাড্ডি হবে সেটা ধরা যাচ্ছে।