নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির নাম এখন মুখে মুখে। চলতি একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন শামি। খেলোয়াড় হিসেবে দারুণ কিন্তু বাবা বা স্বামী হিসেবে কেমন?
শামির স্ত্রী হাসিন জাহান আক্ষেপ করেন। জাহান মনে করেন, মহম্মদ সামি ক্রিকেটার হিসেবে যতটা ভালো, মানুষ হিসেবে কিন্তু ততটাও নয়।
শামির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।
সামি ২০১৮ সাল থেকে তাঁর স্ত্রী’র থেকে আলাদা থাকতে শুরু করেছিলেন। হাসিন তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে হাসিন বলেছেন, ‘ও যতটা ভালো ক্রিকেটার, মানুষ হিসেবেও যদি ততটা ভালো হতে পারত, তাহলে আমরা একসঙ্গে আরও ভালো জীবন কাটাতে পারতাম। যদি ও একটু ভালো মানুষ হত, তাহলে আমি নিজের মেয়ে-স্বামী নিয়ে সুখের সংসার কাটাতে পারতাম। ওর প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা আরও বেড়ে যেত। ভালো ক্রিকেটারের থেকেও যদি ভালো স্বামী এবং ভালো বাবা হত, তাহলেই সুখের জীবন কাটাতে পারতাম।’
হাসিনের আক্ষেপ শামিকে নিয়ে। হাসিন জাহান বলেন, ‘তবে সামির ভুলের কারণে, ওর লোভের কারণে, ওর নোংরা মানসিকতার জন্য আজ আমরা তিনজন এই পরিণতির শিকার হয়েছি। তবে ও টাকা দিয়ে নিজের দোষগুলো ঢাকতে চাইছে।’