নয়াদিল্লি: ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। রবিবার পরস্পরের মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
আর বড় ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় শিবিরের জন্যেই খারাপ খবর। চোট সারেনি হার্দিক পাণ্ডিয়ার। পুরো বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাণ্ডিয়া।
চোট সারেনি তাঁর।
উল্লেখযোগ্য যে, গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছিলেন পাণ্ডিয়া। পড়ে গিয়ে চোট পান গোড়ালিতে। তবে চোট যে এত বড় পেটা ভাবা যায়নি।
তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধের নাম পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিশ্বকাপের টেকনিকাল কমিটি।