নয়াদিল্লি: আজ বিরাটের জন্মদিন।বিরাট কোহলির আজ ৩৫ বছরে পা দিলেন।
গোটা দেশ বিরাটকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছে।
শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বিরাটকে দেশের ‘কিংবদন্তী’ তকমা দিয়েছেন।
এক্স প্ল্যাটফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন। লিখেছেন, ‘দেশের হয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে ভারতের কিংবদন্তী ব্যাটার বিরাট কোহলি যে জন্মদিনের দিনই কলকাতায় আছেন, তাতে আমরা সকলেই খুব খুশি। বিরাটকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিরাট এবং ওর পরিবারের সুখ এবং সমৃদ্ধি কামনা করি।’