নয়াদিল্লি: অস্বাভাবিক যাকে বলে দানবীয় খেলা দেখা গেল গ্লেনের। একা একটা ম্যাচ পুরো একা তুলে নিলেন!
২৯২ রান তাড়া করতে নেমে একাই অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। মারাত্মক একটা ম্যাচ খেললেন ।
তিনি যখন মাঠে নামেন তখনও ম্যাচ জিততে ২৪৪ রান দরকার। এটা অনেক বড় রান।
আর সেখান থেকেই একদম তুলে নিলেন। ২৪৪ রানের মধ্যে ২০১ রান একাই করেছেন।
ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বলেন, ‘‘প্রচণ্ড গরমে ফিল্ডিং করেছি। সেই কারণে সমস্যা হচ্ছিল। ক্র্যাম্প ধরছিল। তাই মাঝে মাঝে শুয়ে পড়ে সেটা ঠিক করার চেষ্টা করছিলাম। শেষ দিকে ব্যথা বাড়ছিল। কিন্তু তার পরেও ব্যাটিং চালিয়ে গিয়েছি।’’
মনের জোর কোনোভাবেই কমতে দেননি তিনি। জানালেন। ম্যাক্সওয়েল জানিয়েছেন, ‘‘আমি সব সময় ইতিবাচক থেকেছি। মনের জোর ধরে রেখেছি। মনকে বুঝিয়েছি যে খারাপ বল পেলে মারব। নিজের উপর বিশ্বাস ছিল। বল দেখে খেলছিলাম। একটা সময়ের পরে ব্যাটে বল খুব ভাল ভাবে আসছিল। তাই শট খেলতে সুবিধা হচ্ছিল।’’