নয়াদিল্লি: মহেন্দ্র সিং ধোনিকে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। সেই যেন ২০০৭ সালের ধোনি। সে সময় প্রচুর ভক্ত ধোনি স্টাইলে চুল কাটতেন।
২০০৭ সালে বড় চুলের ধোনি নজর কেড়েছিলেন। এরপর ২০১১ সালে বিশ্বকাপ জেতার পর সকলকে চমকে দিয়ে ধোনি রাতারাতি ন্যাড়া হয়ে গিয়েছিলেন।
তবে এবার তিনি সম্পূর্ণ অন্যরূপে। তাঁকে দেখে চমকে যান নেটিজেনরা।
সম্প্রতি ধোনির একটি লুক ভাইরাল হয়, যেখানে দেখা যায় ২০০৭ সালের লুকে তিনি। চমৎকার লাগছে চুলের কালারও।
এদিকে ইন্সটাগ্রাম পোস্ট আলি হাকিম বলেন, ‘আমি মাহি ভাইয়ের লম্বা চুলের দীর্ঘদিনের ফ্য়ান। আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি চুল নিয়ে নতুন কিছু করতে। আমি মাহি ভাইয়ের চুলটা নতুনভাবে তৈরি করাটাকে উপভোগ করেছি।’