কলকাতা: দেব, যশ, নুসরাত জাহান সবাই ইডেন গ্যালারিতে। গলা ফাটাচ্ছেন ভারতের হয়ে।

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছুটিয়ে উপভোগ করেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। তারকারা মাঠে থেকে সাক্ষী থাকলেন বিরাটের জন্মদিনে সচিন ফলক স্পর্শের নজির।
দেখলেন দুর্দান্ত ম্যাচ।ফেসবুকে ইডেনের গ্যালারির ছবি পোস্ট করলেন নুসরত ও যশ।

ইডেনে নীল-তৃণা জুটিকেও দেখা গিয়েছে।