নয়াদিল্লি: বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। সবার চোখে জল। তবে হারলেও ভারতবাসী পাশে আছে এবং সাহস দিচ্ছে।
তবে একটি অহংকারী আর উদ্ধত চিত্র আমাদের সবার মনে প্রশ্ন জাগাচ্ছে৷ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, অজি ব্যাটার মিচেল মার্শ বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রয়েছেন! আর তাঁর হাতে রয়েছে পানীয়ের গ্লাস ৷
এই ছবি অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স তাঁর ইনস্টায় স্টোরিতে দিয়েছেন এবং মিচেল মার্শকে ট্যাগও করেছেন ৷ এর পাশাপাশি অজি ব্যাটার মিচেল মার্শও তাঁর ইনস্টা স্টোরিতে বিশ্বকাপ ট্রফিতে পা তুলে রাখার ছবিটি দিয়েছেন ৷
তবে এ নিয়ে অনেকেরই মত, এটা ডিপফেক ছবি ৷ ডিপফেক তথা আধুনিক টেকনোলজি দিয়ে বর্তমানে অনেক ছবি ও ভিডিয়ো বিকৃত করা হচ্ছে ৷ এখানেও হয়তো তেমন কিছু করা হয়ে থাকতে পারে।
তবে ছবিটির সত্যতা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও । যদিও ছবিটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে।
তাঁর এত ঔদ্ধত্য কেন? যে বিশ্বকাপ ট্রফি তে চুমু দেয়া হয় সেটাকে কিনা পা দানি হিসেবে ব্যবহার করা হচ্ছে! এত দাপট!