নয়াদিল্লি: খেলায় হার জিত আছেই। তাকেই তো খেলা বলে। আর এর সমালোচনাও হবে, কিন্তু সেটা হবে গঠনমূলক। কিন্তু বাংলাদেশের যেমন পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বিষয়টা মোটেও সুখকর নয়।
এই উল্লাস কিসের কারণে? বাংলাদেশ কবে থেকে এত ভারত বিদ্বেষী হলো?
ফেসবুক তোলপাড় এই ঘটনা নিয়ে। এটা তো কোনোভাবেই কাম্য নয়।
ভারতের এক ব্যক্তি লিখেছেন, “বাংলাদেশের মানুষ এতটা ভারত-বিদ্বেষী হয়ে উঠল করে? সবাই নিশ্চয় হননি। তবে অনেকেই হয়েছেন। অন্তত ফেসবুক যদি সমাজের আংশিক দর্পণও হয় তা হলে দুশ্চিন্তার কারণ আছে”।
লিখেছেন, “ইদানীং যে-সব ভারত বিদ্বেষী ভিডিও নজরে আসছে তাতে আবেগ নাড়া খাচ্ছে। ভারত বাংলাদেশের কী ক্ষতি করেছে আমার জানা নেই। দেশ আলাদা হয়েছে বটে, কিন্তু বহু মানুষের কাছেই বাংলাদেশ কোনও আলাদা দেশ নয়”।
আরেকজন লিখেছেন, “প্রতিবেশী দেশ ভারতের পরাজয়ে কোথাও কোথাও আনন্দ মিছিল হয়েছে। খেলার মাঠে অস্ট্রেলিয়ার সাথে পাশের দেশটির পরাজয়ে যেনো খুশিতে আটকানা বাংলাদেশের অনেকে”।
লিখেছেন, আজ অস্ট্রেলিয়ার জয়ে যেভাবে উল্লাস হয়েছে দেশে, যেনো বাংলাদেশ হারিয়েছে ভারতকে! গত কয়েকবছরে দেখা গেছে, ক্রিকেটে ভারতের হারে খুশি হয় বাংলাদেশের উল্লেখযোগ্য অংশ।
ভারতের উইকেট পতনে হাততালি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মনে হলো খেলার মাঠে ভারতের হারে খুশি দেশের বড় এক অংশ। কেন? তবে কি দেশে ভারত বিদ্বেষ বাড়ছে? যে দেশটি মুক্তিযুদ্ধে বাংলাদেশকে বড় সহযোগিতা করেছে তাদের প্রতি কেন এমন বিদ্বেষ”?
এতটাই ভারত বিদ্বেষী হয়ে উঠেছে যে তারা এটাও বলছে, ভারতের সাথে যদি কলাগাছের খেলা হয় তবুও আমরা কলাগাছকেই সাপোর্ট করবো।