ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল জয় নয়, হাতাশা উপহার দিচ্ছে। একের পর এক হার। মেনে নিতে কষ্ট হচ্ছে সমর্থকদের।
বিশ্বকাপের মত বড় মঞ্চে রীতিমত লজ্জাজনক হারের মুখে পড়েছেন তারা। নিউজিল্যান্ড, ভারত বা ইংল্যান্ডের মত দেশ তো বটেই, সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে পর্যন্ত হারতে হয়েছে ৮৭ রানের বড় ব্যবধানে।
এও সম্ভব? তাঁদের জায়গাটা তাহলে কোথায় নেমেছে? লজ্জাজনক হারের পর রীতিমত ক্ষুব্ধ হয়ে পড়েছেন সাধারণ সমর্থকরা।
মেজাজ হারিয়েছেন বাংলাদেশের সমর্থকরা। রীতিমতো ভিডিওতে দেখা যাচ্ছে তার চোখ লাল হয়ে গেছে রাগে, আর ক্রমাগত নিজের গালে জুতোপেটা করছেন!