গুয়াহাটি: আজ ২৯ সেপ্টেম্বর আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বর্তমানে বাংলাদেশ টিম অনেক বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তেমন ভালো ফর্মেও নেই।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা দল: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুশান হেমন্ত, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মহিশ থিক্সানা, দিলশান মধুশঙ্কা, দিমুথ করুনারত্নে।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রথম প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ শুরু হবে আজ ভারতীয় সময় দুপুর ২ঃ০০টায় আর বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টায়।