নয়াদিল্লি: ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫-র পর ২০২৩। ষষ্ঠবারের জন্য় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
মন ভাঙল ১৪১ কোটি ভারতীয়র। এত আশা, সব জলাঞ্জলি। আগের ম্যাচগুলো জিতে এসেছে, ফলে প্রত্যাশাও ছিল।
কিন্তু ফের ২০০৩ সালের পুনরাবৃত্তি ঘটল। ২০ বছর আগের বদলা নেওয়া হল না রোহিতদের।
ভারত আজ ভালো খেলেনি। ফিল্ডিং একদম দুর্বল ছিল। বল ধরতে পারে না। ১২ বছর পর বিশ্বকাপেও জয়ের স্বপ্নও ভেঙে চুরমার হল দেশের।
আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত হেরে গেল। দশে ১০ করে ফাইনালে উঠলেও, আসল ১১ নম্বর ম্যাচটিতেই পড়ে গেল রোহিত বাহিনী।