নয়াদিল্লি: শনিবার হ্যাংঝাউ অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ১৯ তম এশিয়ান গেমস শুরু হল।
চোখ ধাঁধানো অনুষ্ঠান যাকে বলে। ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং তাঁর স্ত্রী পেং লিয়ুয়ান ৷ আর আইকনিক স্টেডিয়ামে সন্ধ্যায় এই অনুষ্ঠানে ভারতের দলটির নেতৃত্বে ছিলেন অলিম্পিক পদক বিজয়ী লভলিনা বোরগোহাইন ও হরমনপ্রীত সিং। লভলিনা আসামের।
প্রধানমন্ত্রী মোদি টুইট করে জানিয়েছেন, “এশিয়ান গেমস শুরু হওয়ার সঙ্গে আমি ভারতীয় দলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এশিয়ান গেমসে আমাদের সবচেয়ে বড় দল পাঠানোর মাধ্যমে খেলাধুলার প্রতি ভারতের আবেগ এবং প্রতিশ্রুতি উজ্জ্বল হয়। আমাদের ক্রীড়াবিদরা যেন ভালো খেলতে পারে ও সত্যিকারের খেলাধুলার চেতনা কী তা প্রদর্শন করে।”