নয়াদিল্লি: ভারতের জয়জয়কার।
সোনা জিতল ভারতের ক্রিকেট দল। এবং এবারের এশিয়া গেমসে ২৭তম সোনা পেল ভারত।
টিম ইন্ডিয়া প্লেয়িং ইলেভেন দেখে নিন: যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, রবি শ্রীনিবাসন সাই কিশোর, আরশদীপ সিং।
এবং অন্যদিকে, আফগানিস্তান (প্লেয়িং ইলেভেন) দেখে নিন: জুবাইদ আকবরী, মহম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নূর আলী জাদরান, শহীদুল্লাহ কামাল, আফসার জাজাই, করিম জানাত, গুলবাদিন নায়েব (অধিনায়ক), শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, ফরিদ আহমেদ মালিক, জহির খান।
তবে খেলাটা পণ্ড হয়েছে। হাংঝৌতে ঝমঝমা বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়। তবে ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্যে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই সোনার পদক জয় করেন রিঙ্কু, রুতুরাজরা।