কলকাতা: এশিয়ান গেমসে (Asian Games 2023) জয়জয়কার ভারতের।
ভারতের অতীতের সয়স্ত রেকর্ড ভেঙে গিয়েছে এবার হানঝাউতে। ভারতের প্রত্যাশা পূরণ করেছেন খেলোয়াড়রা।
১৯তম এশিয়ান গেমসে মোট ৪১টি ইভেন্টে অংশ নিয়েছেন ভারতের অ্যাথলিটরা। ভারত থেকে হানঝাউতে গিয়েছিলেন মোট ৬৬১জন অ্যাথলিট। তার মধ্যে পুরুষ অ্যাথলিট ৩৩৫ জন আর মহিলা অ্যাথলিট ৩২৬ জন।
এশিয়ান গেমসের ১৩তম দিনে ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়ে গেল। এবং ১০০তম পদক এসেছে ভারতের মহিলা কবাডি টিমের হাত ধরে।
খেলায় ভারতের জয়জয়কার । এশিয়ান গেমসে সর্বাধিক পদক জয় করেছে ভারত।