নয়াদিল্লি: ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার। মহিলা পুরুষ সবাই দেখিয়ে দিচ্ছেন চমৎকার। আজ, বুধবার সকাল থেকে শুটিংয়ে একের পর এক সোনা-রুপো-ব্রোঞ্জ আসছে।
চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিংয়ের টিম ইভেন্ট থেকে সোনা জয়ের পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন ভারতের Esha Singh।
এষা মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিং ফাইনালে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করেন।