নয়াদিল্লি: ভারত পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা সকলের মধ্যে৷ এ ম্যাচ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, আগেই জানা ছিল এবং সেখানে পারফর্ম করে মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং৷
তবে অরিজিৎ সিংকে আজ দেখা গেল ভিন্ন মেজাজে। এদিন শনিবার সকালে আহমেদাবাদ বিমানবন্দরে নামেন গায়ক অরিজিৎ সিং৷ আর যথারীতি ঘিরে ধরেন সাংবাদিকরা৷
আর এদিন তিনি ছিলেন পাগড়ি ছাড়া। অরিজিৎকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কী পারফর্ম করবেন তিনি? সাংবাদিকদের জবাবে অরিজিৎ সিং বলেন, খাবার কি কিছু আছে? তাহলে খাবার খেয়ে বলছি কী পারফর্ম করব৷