নয়াদিল্লিঃ রবিবার কাতারের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা(Argentina) বনাম ফ্ৰান্স(France)। আর্জেন্টিনার প্ৰেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ (Argentine President Alberto Fernandez) জানিয়েছেন- তিনি নিজের দেশের জাতীয় দলের খেলা দেখতে কাতারে (Qatar) যাচ্ছেন না। বাড়িতে বসেই খেলা উপভোগ করবেন।
প্ৰেসিডেন্ট ফার্নান্দেজ আর্জেন্টিনোস জুনিয়র্স ক্লাবের একজন অনুরাগী ভক্ত। যে দল থেকে ফুটবল সুপারস্টার দিয়েগো ম্যারাডোনার উত্থান হয়েছিল। বিশ্বকাপের ফাইনালে ফার্নান্ডেজ কাতারে না গেলেও প্ৰতিপক্ষ ফ্ৰান্সের প্ৰেসিডেন্ট এমানুয়েল মাখোঁ (Emmanuel Macron) স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন। এর আগে গত বুধবার মরক্কো(Morocco)র বিপক্ষে ফ্ৰান্সে(France)র সেমিফাইনাল ম্যাচটিও মাখোঁ উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেছেন।