নয়াদিল্লি: শাকিব আল হাসানকে নিয়ে দু দল ভাগ হয়ে গিয়েছে। এবং তাঁর নিজের দেশেই এটা হয়েছে। একদল বলছে সাকিব ঠিক কাজ করেছে, অন্যদল বলছে না।
বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে টাইম্ড আউট হয়েছেন ম্যাথেউজ। সময় নষ্টের অপরাধে এক বলও না খেলে ফিরতে হয়েছে সাজঘরে।
তবে এই ঘটনায় ক্রুদ্ধ তিনি। ম্যাচের পর বাংলাদেশ এবং শাকিব আল হাসানকে সমালোচনায় বিদ্ধ করেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। তিনি জানান, বাংলাদেশ এত নীচে নামতে পারে তিনি ভাবতে পারেননি। শাকিবও তাঁর সব শ্রদ্ধা হারিয়েছেন বলে মন্তব্য ম্যাথেউজের। গোটা ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।
ম্যাচের পর ম্যাথেউজ বলেছেন, “আমি কোনও ভুল করিনি। তৈরি হওয়ার জন্যে ২ মিনিট সময় ছিল, যা আমি পালন করেছিলাম। সরঞ্জাম ঠিক না থাকলে কী করব! জানি না বাংলাদেশের সাধারণ বুদ্ধি কোথায় চলে গিয়েছিল? শাকিব এবং বাংলাদেশের লজ্জাজনক আচরণ। বাংলাদেশ যদি ক্রিকেট খেলার জন্যে এত নীচে নামতে পারে, তা হলে নিশ্চিত ভাবেই কিছু একটা সমস্যা হয়েছে। সাধারণ বুদ্ধি কাজে লাগালেই হত।”
বলেছেন, “এত দিন পর্যন্ত শাকিবকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম। আজ সব হারাল ও।”