কলকাতা: একটা বলা যায় অঘটন ঘটে গেল শ্রীলঙ্কার জন্য। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচেই ঘটে গেল নাটকীয় ঘটনা। টাইম আউট হয়েছেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস।
এবং উল্লেখ করতে হয়, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন ম্যাথুস।
কী এই টাইমড আউট?
একজন ব্যাটার আউট হওয়ার পর বা স্বেচ্ছা অবসরে যাওয়ার পর আইসিসি’র বেধে নেওয়া সময় অর্থাৎ দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটার ক্রিজে এসে বল খেলার জন্য প্রস্তুত না হলে সেটাই হচ্ছে টাইমড আউট।
উল্লেখযোগ্য যে, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম টাইমড আউটের ঘটনা। এর আগে আর এভাবে আউট হননি কোন ব্যাটার।
আইসিসির ৪০.১.১ ধারায় এই বিষয়ে বলা আছে, নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। ৪০.১.২ ধারায় বলা আছে যে, যদি কোন ব্যাটার দুই মিনিটের মধ্যে মাঠে প্রবেশ না করেন, আম্পায়ার ১৬.৩ ধারার প্রয়োগ করে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করে নতুন ব্যাটারকে আউট ঘোষণা করতে পারবেন।
এবং ৪০.২ ধারায় বলা আছে, টাইম আউট উইকেটের কৃতিত্ব বোলার পাবেন না। বোলারের নামে উইকেট জমা হবে না।