নয়াদিল্লি: আফগানিস্তানের নটেগাছটি মুড়োলো। এ বারের মতো বিশ্বকাপ (ICC World Cup) যাত্রা শেষ হয়েছে আফগানিস্তানের।
এবং তার সাথে সাথেই অবসর নিলেন নবীন উল হক। অবশ্য এই সিদ্ধান্ত হঠাৎ নয়।
দলের তরুণ পেসার আগে জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হলে তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। এবং সেটাই করেছেন।
দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারার পর আফগান পেসার নবীন উল হক ওডিআই থেকে অবসর ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়া সাইটে নবীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন।
নবীন উল হক লেখেন, ‘প্রথম ম্যাচ থেকেই এই জার্সি আমি অনেক গর্বের সঙ্গে পরে খেলেছি। শেষ ম্যাচ পর্যন্ত একই অনুভূতি নিয়ে খেলেছি আমি। আমাকে শুভেচ্ছা, ভালোবাসা ভরা বার্তা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’