কলকাতা: ফিফার (FIFA Award 2023) বর্ষসেরা ফুটবলারের শিরোপা পেলেন লিওনেল মেসি (Leonel Messi)। নয়া পালক জুড়ল লিওনেল মেসির মুকুটে।

উল্লেখযোগ্য যে, এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পুরষ্কার উঠেছে মেসির হাতে।মেসিকে নিয়ে আবেগে ভেসে গেলেন ভক্তরা।

উল্লেখযোগ্য যে, মহিলা বিভাগে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ খেলোয়াড় অ্যালেক্সিয়া পুটেলাসকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।
আর দ্বিতীয়বারের মতো জিতলেন লিওনেল মেসি। তিনি পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনান্ডো আর পোল্যান্ডের রবার্ট লেভান্ডোস্কির সঙ্গে কৃতিত্ব ভাগ করে নিলেন, এবং এরা দুজনেই আগে ই দুবার এই খেতাব দখল করেন।

ফিফা অ্যাওয়ার্ডের তালিকা
বর্ষসেরা খেলোয়ার (পুরুষ) লিওনেল মেসি
বর্ষসেরা খেলোয়ার (মহিলা) অ্যালেস্কিয়া পুতেলা
বর্ষসেরা কোচ (পুরুষ) লিওনেল স্কালোনি
বর্ষসেরা কোচ (মহিলা) সারিনা উইগম্যান
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ) এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা গোলরক্ষক (মহিলা) মেরি ইরাপ্স