কলকাতা: জীবনে চেষ্টার কোনো বিকল্প নেই। যতদিন বেঁচে আছেন, ততদিন চেষ্টা করুন, ততদিন শিখুন, আর ততদিনই এগিয়ে যান।
সফলতা এত তাড়াতাড়ি ধরা দেয় না। সবকিছুর জন্যে নিজেকে ভীষণ কঠিনভাবে প্রস্তুত করতে হবে।
সফল হতে গেলে কয়েকটি কথা তো অবশ্যই মনে রাখতে হবে।
নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না।
কাজ করুন, ভুল শুদ্ধের মধ্য দিয়েই মানুষ এগিয়ে যায়।
হিংসে করা বাদ দিন। নিজের কাজ নিজে করুন, অন্যকে হিংসে করে আপনার লাভ কিছুই হবে না, উল্টো নিজের ক্ষতি করবেন আপনি।
নিজের প্রতি কখনওই দুঃখিত বোধ করবেন না। এমন আলস্য করে সময় নষ্ট করবেন না যাতে করে পরে আপনার আফশোস করতে হয়।আপনার পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে ভয় পাবেন না। নিজেই নিজের সব থেকে বড় লাঠি হয়ে দাঁড়ান।

আপনার রোজকার জীবনে যদি কোনও পরিবর্তন ঘটে তাহলে ভয় পাবেন না। জানবেন সব পরিবর্তন আপনার প্রতি এক একটা চ্যালেঞ্জ।
মানানসই জায়গায় কখনো উন্নতি হয় না। যেখানে প্রতিকূলতা সেখানেই জয়।
সফল হওয়ার পর নিজেকে জাহির করবেন না।