কলকাতা: আমরা অনেক সময় দেখে থাকি নখে সাদা দাগ হয়। আগে ছোটবেলা বলতাম বক ফুল দিয়েছে। তবে বিষয়টি সহজ নয়।
শরীরে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাবের কারণে নখে সাদা দাগ দেখা দিতে পারে। তাই ডায়েটে ভারসাম্য বজায় রাখুন আর সব ধরনের খাবার খান।
আবার দেখা যায় এটি নিজে থেকেই চলে যায়।
নখের সাদা দাগের কারণ:
অ্যালার্জির প্রতিক্রিয়া:
হেলথলাইন অনুসারে , কখনও কখনও নেলপলিশ, নেল গ্লস বা নেলপালিশ রিমুভার ব্যবহারের ফলে নখে সাদা দাগ পড়ে। মূলত এতে কিছু রাসায়নিক থাকে যা নখের সঙ্গে বিক্রিয়া করে আর এর ফলে নখ নষ্ট হতে থাকে।
আঘাতের কারণেও হতে পারে।
খুব বেশি ম্যানিকিওর করলে হতে পারে। বেশি চাপ দিয়ে ম্যানিকিওর করা এড়িয়ে চলুন।
শরীরে মিনারেলের অভাবের কারণেও হতে পারে।