আমরা ৭ রকমের ভালবাসার সংজ্ঞা পাই। আপনার ভালবাসা কোনটা দেখুন তো মিলিয়ে?
১. ভালোলাগা
এমন মানুষ যার সাথে আপনি সব ধরনের কথা শেয়ার করতে চান। তাকে আপনার শুধুই ভালোলাগে। এই অনুভূতিকে কখনওই ভালবাসা ভেবে বসবেন না। তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারে, কিন্তু কাছের মানুষ নয়।
২. মোহ
আপনি একটা মানুষকে রোজ দেখছেন, ভালোও লাগছে আপনার। তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। কিন্তু এটা শুধুমাত্র মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালোলাগাও দূরে চলে যাবে। এখানে শুধুমাত্রই আবেগ কাজ করে।
৩. প্রতিশ্রুতি
অনেক সময় দেখতে পাওয়া গেছে আপনি হয়ত কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সেই মানুষটির প্রতি কোনোরকম যৌন আকর্ষণ অনুভব করছেন না। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চাইছে না।
৪. রোমান্টিক প্রেম
আবেগ এবং অন্তরঙ্গতা যখন কোনও ভালবাসার মধ্যে থাকে তখন তাকে রোম্যান্টিক প্রেম বলা হয়।
৫. ঘনিষ্ঠ প্রেম
যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ঠ প্রেম বলা হয়ে থাকে ।
৬. অর্থহীন প্রেম
৭. অনবদ্য প্রেম