কলকাতা: আজ বিষাদের দিন।আজ বিজয়া দশমী। প্রাণ কাঁদে বাঙালির। আজ দেবী দুর্গার বিসর্জন। মা মেনকাকে কাঁদিয়ে এবার উমার ফিরে যাওয়ার পালা৷
মায়ের ঘর থেকে মেয়ে চলে যাওয়ার এই লগ্নকে আলাদাভাবে ব্যাখ্যা করতে হয় না।
আবার বছরভরের অপেক্ষা, এত আলো-আনন্দ-আয়োজন দুরিয়ে যাবে দশমীতে মুহূর্তে।