কলকাতা: পুজো চলেই এল দেখতে দেখতে। ঘরদোর একটু না সাজালে ভালো লাগে না।
ঘরে সতেজতা রাখা জরুরি। ভালো গন্ধ করলে ভালোও লাগে। পুজোয় বাজার চলতি রুম ফ্রেশনারের বদলে এইগুলি ব্যবহার করতে পারেন। সুগন্ধে ঘর ম ম করবে।
মোমবাতি ঘরের শোভা বাড়ায়, নরম আভায় ঘর ভরে ওঠে। মোম জিনিসটাই আদুরে। ভ্যানিলা, আপেল, দারুচিনি, ল্যাভেন্ডার এবং সাইট্রাস-সহ বিভিন্ন ধরণের সুগন্ধি থেকে বেছে নিতে পারেন।
এসেন্সিয়াল ওয়েল ব্যবহার করতে পারেন রুম স্প্রেতে।
এছাড়াও গোলাপের পাপড়ি, ল্যাভেন্ডার, দারুচিনি এবং লবঙ্গ এগুলি ব্যবহার করতে পারেন।
রুম স্প্রে দেবেন কিন্তু প্রাকৃতিক জিনিসগুলোর উপর একটু নজর দিন।