কলকাতা: জীবনে সফলতা এমনি এমনি আসে না। এর জন্য প্রচুর কথা শুনতে হয়, ঘাত প্রতিঘাত পার হতে হয়। রতন টাটা বলছেন সফলতার মন্ত্র। তাঁর সাফল্যের মন্ত্র জানুন:
১) কাজের প্রতি নিষ্ঠাশীল হওয়া : এক সাক্ষাৎকারে রতন টাটা বলেন, মন দিয়ে সত্য নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে কাজ করলে সফলতা লাভ শুধু সময়ের অপেক্ষা। একমাত্র কঠোর পরিশ্রমই আপনাকে সফলতা এনে দিতে পারে।
২) ভেবে পদক্ষেপ নিন : রতন টাটার কথায় জীবনে কিছু করার আগে আপনাকে ভাবতে হবে। না ভাবলে পরবর্তী সময়ে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।
৩) প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া : সফল হলেই যদি আপনি নিজেকে বিরাট কিছু মনে করে থাকেন তাহলে খুব ভুল হবে সেই কাজ। রতন টাটা মনে করেন যে, আপনাকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনার থেকে বয়সে ছোট হোক বা বড়, সবসময় তার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনাকে।
৪) নিজের প্রতি আত্মবিশ্বাস : রতন টাটা মনে করেন সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে।
৫) একসাথে থাকা : জীবনে বড় সাফল্য পেতে গেলে আপনাকে মানুষের সঙ্গ নিতেই হবে।
৬) শৃঙ্খলার মধ্যে থাকা : জীবনে সফল হতে গেলে নিজের জীবনে শৃঙ্খলা আনতে হবে।
৭) মানুষকে বিশ্বাস করতে হবে।
৮) শিখতে হবে এবং ঝুঁকি নিতে হবে।