কলকাতা: টাকা জমানো ভীষণ জরুরি। খরচ করে কত বাঁচল সেটা না জমিয়ে আগে জমান তারপর খরচ করুন।
টাকা জমানো ছাড়া খরচ করবেন না । অতিরিক্ত টাকা খরচ করা মোটেও ভালো কাজ নয়। ট্যাক্সি, কফি বা পায়ের জুতায় যদি বেশি খরচ করে থাকেন তাহলে সেটা কমিয়ে ফেলুন।একটি সেভিংস অ্যাকাউন্ট তৈরি করে প্রতিবার কিছু টাকা জমা রাখেন এবং নিজেকে আনন্দ দিন। হাতে টাকা থাকলে আনন্দ থাকে।
২. সাপ্তাহিক কেনাকাটা একসাথে করুন।
৩. লাঞ্চ কেনা বন্ধ করুন। অধিকাংশ লোক তাদের দুপুরের খাবার কিনে খেতে পছন্দ করেন। যাতে তাদের সময় খরচ কম হয়। কিন্তু, আপনি যদি নিজের খাদ্য নিজে তৈরি করে খেতে পারেন তাহলে অনেক টাকা জমা রাখতে পারবেন।
৪. প্রতিদিন কফি কেনা বন্ধ করুন। একদিনে দশ টাকা হলেও মাসে তিনশ টাকা হয়। তাই এসব খরচ বন্ধ করুন।
৫. ঝোঁকের বশে খরচ করা বন্ধ করুন।
৬. আপনার ব্যাংক কার্ড ব্যবহার বন্ধ করুন।
৭. ভ্রমন খরচ কমিয়ে ফেলুন।