নয়াদিল্লি: প্রযুক্তি আধুনিক, সময় আধুনিক। এবার হাতে হাতে ভূমিকম্পের অ্যালার্ট পাবেন ভারতীয় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ৷
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের মোবাইলের সেন্সরের সাহায্যে গুগল ভূমিকম্পের সতর্কবার্তা পাঠাবে ৷ বুধবার এই ঘোষণা করা হয়েছে গুগলের মাধ্যমে৷
জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করে এই সতর্কবার্তা পাঠাবে গুগল ৷
সচেতন হয়ে যেতে পারবেন জনগণ। গুগলের নিজস্ব একটি ব্লগে সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, গুগলের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ও ন্যাশনাল সিসমোলজি সেন্টারের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ যেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে ৷
জানা গিয়েছে, এটি আপাতত অ্যান্ড্রয়েড 5 অপারেটিং আর অত্যাধুনিক অপারেটিং সিস্টেমগুলির ক্ষেত্রে প্রযোজ্য ৷ এটি ভারতে প্রযোজ্য হলে ভালোই হবে দেশবাসীর জন্য।