কলকাতা: মন বিষাদে ভরলেও আবারো কাউন্টডাউন চলবে পুজোর। আগামি বছর ২০২৪ সালে কবে পড়েছে দুর্গাপুজো?
আগামী বছর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার।
আগামী বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট
২০২৪-এ মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর বুধবার।
মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর বৃহস্পতিবার
মহাঅষ্টমী ১১ অক্টোবর শুক্রবার।
মহানবমী ১২ অক্টোবর শনিবার।
বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার।
আগামী বছর দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। আর গমন হাতিতে।