কলকাতা: হলুদের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। ত্বকের যে কোনো সমস্যা সমাধান থেকে শুরু করে পেটের সমস্যায় খুব কাজে আসে হলুদ।

হলুদ হল জীবাণুনাশক। হলুদ আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। হলুদের এই কারণ গুলোর জন্যই বিয়ের অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে গায়ে হলুদের প্রথা।
হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। বিয়ের অনুষ্ঠানে হলুদের ছোঁয়া থাকা শুভ বলে মনে করা হয়।
হলুদ আশীর্বাদ।

বিয়ের পিঁড়িতে বসার আগে গায়ে হলুদ মেখে স্নান করলে ত্বক উজ্জ্বল হয়। ত্বকের মরা কোষ সরিয়ে হলুদের প্রলেপ ত্বককে উজ্জ্বল করে তোলে।
হলুদ আমাদের দেহ ও মনকে শুদ্ধ করে।