কলকাতা: আগামিকাল ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস উৎসব। এই বছর ধনতেরাস পালিত হবে ১০ নভেম্বর।
ধনতেরাসের দিন কোনো কোনো জিনিস কিনতে নেই।
বিশ্বাস করা হয়, ধনতেরাসের শুভ দিনে সোনা, রূপো এবং তামার পাত্র কেনা সারা বছর ধরে সমৃদ্ধি নিয়ে আসে।
লোহার জিনিস: জ্যোতিষীর মতে, ধনতেরাসে লোহার জিনিস কেনা উচিত নয়।
কাঁচের জিনিস: ধনতেরাসের দিন কাচের তৈরি জিনিস কিনবেন না ।
স্টিলের বদলে তামা বা পিতলের বাসন কিনতে পারেন।
ধনতেরাসের দিন কালো রঙের কাপড় কিনবেন না।