কলকাতা: কালিপুজো চলেই এল। তার ঠিক আগেই হিন্দুদের আরও এক উৎসব হচ্ছে – ধনতেরাস।
দীপাবলির দু’দিন আগে, ধন ত্রয়োদশী বা ধন্বন্তরি জয়ন্তীকেই সংক্ষেপে ধনতেরাস বলা হয়।
ধনতেরাসের দিন বিশ্বাস করা হয় লক্ষ্মীর আগমন ঘটে।
ধনতেরাসে সোনা, রুপো এবং যে কোনও ধাতুর পাত্র কেনা, ঝাড়ু কেনাকে শুভ বলে মনে করা হয়।
ধনতেরাস ১০ নভেম্বর, শুক্রবার বেলা ০২:৩৫ মিনিটে শুরু হয়ে, ১১ নভেম্বর, শনিবার সকাল ০৬.৪০ মিনিটে শেষ হবে ধনতেরাস।
কেনাকাটার শুভ সময় হচ্ছে- ১১ নভেম্বর, শনিবার সকাল ০৬.৪০ মিনিট থেকে এদিন বেলা ০১.৫৭ মিনিট পর্যন্ত