মেষ : কারো দিকে একদৃষ্টিতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। মন খারাপ থাকতে পারে। খরচ বাড়তে পারে।
বৃষ : নিজের মানসিক শক্তিকে কাজে লাগান।
মিথুন : নতুন কোনও আর্থিক চুক্তির সূচনা হতে পারে।
কর্কট : স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ : নিজের সম্পর্কে সবার কাছে বলবেন না।
কন্যা : বহুদিনের আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন।
তুলা: আর্থিক সঞ্চয় বাড়বে।
বৃশ্চিক : নিজের উপর বিশ্বাস রাখুন।
ধনু : অফিসে কাজের চাপ থাকলেও পরিবারকে সময় দিন।
মকর : কাজের চাপ খুব বেশী থাকবে।
কুম্ভ : নতুন প্রেম আসতে পারে।
মীন : সন্তানের জন্য গর্ব হবে।