মেষ: অন্যদের সন্তুষ্ট করার জন্য নিজের উপর জোর দেবেন না। ব্যবসার ক্ষেত্রে ভালোই সময়টি।
বৃষ: আয়ের উৎস বাড়বে।
মিথুন: আর্থিক দিক থেকে সময়টি ভালোই।
কর্কট: আটকে থাকা টাকা পাবেন।
সিংহ: ভালোবাসার অভাব বোধ করবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো সময়টি।
কন্যা: ব্যক্তিগত সমস্যা থাকতে পারে।
তুলা: আনন্দে থাকবেন।
বৃশ্চিক: ব্যবসায় ভালোই হবে।
ধনু: খরচ বাড়বে।
মকর: আয়ের নতুন উত্স খুলতে পারে।
কুম্ভ: মেজাজ নিয়ন্ত্রণ করুন।
মীন: দিনটি ভালোই কাটবে।