কলকাতা: এবার ভাইফোঁটার প্রস্তুতি চারদিকে। এবার দুইদিন পড়েছে ভাইফোঁটা।
১৪ এবং ১৫ নভেম্বর দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটার তিথি শুরু হচ্ছে।
ভাইফোঁটা ২০২৩ দিনক্ষণ, শুভ তিথি দেখে নিন :
# ভ্রাতৃ দ্বিতীয়া – ১৫ নভেম্বর (২৮ কার্তিক), বুধবার।
# প্রতিপদ শুরু – ১৩ নভেম্বর (২৬ কার্তিক), সোমবার, ঘ ২/৩২/২০-এ।
প্রতিপদ শেষ হচ্ছে – ১৪ নভেম্বর (২৭ কার্তিক) মঙ্গলবার, ঘ ২/২৮/৩০-এ।
দ্বিতীয় শুরু হচ্ছে- ১৪ নভেম্বর (২৭ কার্তিক) মঙ্গলবার, ঘ ২/২৮/৩১-এ।
দ্বিতীয়া শেষ হচ্ছে- ১৫ নভেম্বর (২৮ কার্তিক), বুধবার, ঘ ১/৫৫/ ১৬-এ।