নয়াদিল্লি: প্রকৃতি দেখে গলে যাই, মরে যাই। ভারতের নয়া গোলাপি শহর বেঙ্গালুরু। শহরটি দারুণভাবে সেজে উঠেছে গোলাপি সাজে।

গোলাপি ট্রাম্পেট ফুলে ঢেকে গিয়েছে শহর। নেটিজেনরা ব্লাশ পিঙ্ক ব্লুম দেখে উত্তেজিত। প্রচুর ছবি অনলাইনে শেয়ার হয়। এটি তাবেবুইয়া রোজা বা গোলাপী পাউই নামে-ও পরিচিত।

এটি এক ধরনের নিওট্রপিকাল গাছ। যা সাধারণতঃ দক্ষিণ মেক্সিকোতে দেখা যায়। সেখান থেকেই আসে।
শুষ্ক আবহাওয়ায় এই গাছগুলোতে বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে ফুল ফোটে যদিও অগাস্ট, সেপ্টেম্বর, এপ্রিল এবং মে মাসেও এমনকি ফুল ফুটতে দেখা যায়। এর রূপ মুগ্ধ করার মতো।
