কলকাতা: উপহার পেতে বা দিতে সবার ভালো লাগে। কিন্তু সব জিনিস উপহার দেয়া যায় না। জেনে নিন কেমন কেমন উপহার দিলে বাস্তুমতে, কোন উপহারগুলো দেবেন না ।
ঘড়ি
বাস্তুবিদরা বলছেন, ঘড়ি উপহার দেওয়া একেবারেই উচিত নয়। কখনো কাউকে, কোন অনুষ্ঠানে ঘড়ি উপহার দেবেন না। কাউকে ঘড়ি উপহার দেওয়া মানে আপনার মূল্যবান সময়টুকু আপনি তাকে দান করছেন, তাই এমন কাজ ভুলেও করবেন না।
পারফিউম
পারফিউম কখনই উপহার হিসাবে দিতে নেই। সেটা আপনার যতই পছন্দের জিনিস হোক না কেন।
পেশার সঙ্গে যুক্ত কোন জিনিস কাউকে উপহার হিসাবে দেবেন না, সে যে পেশার সঙ্গে যুক্ত আছে এই সম্পর্কিত উপহার যদি আপনি দেন, তাহলে বাস্তুমতে সেটি তার জন্য অত্যন্ত খারাপ।
কালো পোশাক
কালো পোশাক উপহার হিসেবে দিতে নেই, এটি দিলে আপনি যাকে এই পোশাক উপহার দেবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হতে পারে।
রুমাল
কখনো কাউকে রুমাল উপহার হিসেবে দেবেন না।