কলকাতা: চাকরির সুযোগ আসছে, যোগ্যতা থাকলে আবেদন করে দিন। স্টেনোগ্রাফি জানা থাকলে অবশ্যই আবেদন করে দিন।
Employment No.- 01/G/2023
পদের নাম- Stenographer (Grade-II)
মোট শূন্যপদ- ১ টি।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটায় স্নাতকত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং বিষয়ে সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
এছাড়াও পদের নাম- Stenographer (Grade-III)
মোট শূন্যপদ আছে- ৫ টি।
আবেদনের জন্য লম্বা সময় আছে এখনো। ১২ অক্টোবর, ২০২৩ হচ্ছে আবেদনের শেষ তারিখ।