কলকাতা:
শীতে ত্বক একেবারে শুষ্ক হয়ে যায়। টানতে থাকে।
তবে যত্ন করলে ত্বক ভালো থাকবে।
সকালে ঘুম থেকে উঠে নিজের ত্বকের ধরন বুঝে ফেসওয়াশ বা কোমল ময়েশ্চারযুক্ত সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া এক দিন অন্তর স্ক্রাব করতে পারেন।
শীতকালে স্নান করার সময় সাবান কম ব্যবহার করুন।
ত্বকে গরম জল দেবেন না। বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত গরম জল ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়।
স্নানের পর আর প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০-সম্পন্ন সানস্ক্রিন লোশন ব্যবহার করুন।
এছাড়াও বিকেলে মুখে মধু লাগিয়ে ধুয়ে ফেলুন।