কলকাতা: বেলের মারাত্মক সব উপকারিতা রয়েছে।
কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
আলসারের ওষুধ হিসেবেও কাজ করে।
আরো যেমন, বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকংশে কমে আলসার।
ডায়াবেটিস কমায়।
আর্থ্রারাইটিস কমাতে সাহায্য করে।
এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।
ব্লাড প্রেসার কমায়।