নয়াদিল্লি: অপেক্ষার বুঝি অবসান হলো। অবশেষে ৯ সেপ্টেম্বর অয়ন মুখার্জির পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। দর্শকদের দীর্ঘ থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান।
আর ব্রহ্মাস্ত্র( brahmastra) মুক্তি পাবে এর কদিন আগেই জানা গেল ছবি ব্রহ্মাস্ত্রই (brahmastra) সর্বকালের সবচাইতে ব্যয়বহুল হিন্দি চলচ্চিত্র। এই ছবিটির বাজেট জানা গেছে ৪১০ কোটি টাকা!
উল্লেখযোগ্য যে, RRR, 2.0, Saaho-র মতো প্যান-ইন্ডিয়ান ছবিগুলি ছাড়াও, এখনও পর্যন্ত নির্মিত হওয়া সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি হচ্ছে ইয়াস রাজ ফিল্ম-এর ২০১৮ সালের Thugs of Hindostan।
জানা যায় যে, ৩১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এটি।
আর এবার জানা গিয়েছে, ব্রহ্মাস্ত্র (brahmastra) ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে। প্রচুর সময় নিল ছবিটি । মোটামুটি পাঁচ বছর আগে ব্রহ্মাস্ত্রের (brahmastra) শুটিং শুরু হয়।
‘ব্রহ্মাস্ত্র’ (brahmastra) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, মৌনি রয়, ডিম্পাল কাপাডিয়া এবং নাগার্জুনা।


ব্রহ্মাস্ত্র (brahmastra) বানাতে যে টাকা খরচ গেছে তা নজিরবিহীন।